বাংলাদেশ প্রতিবেদক: সাংস্কৃতিক সংগঠন সপ্তসুরের সপ্তম নিবেদন ‘রবীন্দ্র-নজরুলে ময়না বুলবুল।’ অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর, সন্ধ্যে ৬টায় ধানমণ্ডি ক্লাব ফ্যামিলি লাউঞ্জে। রবীন্দ্র-সঙ্গীত পরিবেশন করবেন বুলবুল ইসলাম এবং নজরুল-সঙ্গীত পরিবেশন করবেন শারমিন সাথী ইসলাম ময়না।

সঙ্গীত ভুবনের সকলের কাছে এই দুই শিল্পী ময়না-বুলবুল নামেই অধিক পরিচিত। ব্যক্তিগত জীবনে তাঁরা স্বামী-স্ত্রী।
এই দুজনকে এক মঞ্চে নিয়ে এসেছে সপ্তসুর সংগঠন। ব্যবস্থাপনায় বাচিক শিল্পী নাহীদা রেজওয়ান, গোলাম ফারুক, খোশরোজ সামাদ এবং রফিক সুলায়মান। সামগ্রিক সহযোগিতায় ধ্রুব মিউজিক স্টেশন। যন্ত্রশিল্পী হিসেবে থাকবেন রূপতনু, পল্লব সান্ন্যাল প্রমুখ।

Previous articleরাজশাহীতে এমপি’র বিরুদ্ধে কৃষক লীগ নেত্রীকে পেটানোর অভিযোগ
Next articleনোয়াখালীতে খালে মিলল অজ্ঞাত বৃদ্ধের লাশ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।