মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
Homeসারাবাংলাডিমলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর ভিত্তি প্রস্তর স্থাপন

ডিমলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর ভিত্তি প্রস্তর স্থাপন

সুজন মহিনুল: নীলফামারীর ডিমলায় উপজেলা পর্যায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প(দ্বিতীয় পর্যায়)শীর্ষক প্রকল্পের আওতায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে৷

মঙ্গলবার(২৯-নভেম্বর)বিকেলে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে ওই এলাকায় অবস্থিত হেলিপ্যাড মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তুর স্থাপনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক মোজাম্মেল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন,সহকারী পুলিশ সুপার(ডোমার-ডিমলার সার্কেল)আলী মোহাম্মদ আব্দুল্লাহ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,খগাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন,খগাখড়িবাড়ি ইউনিয়নের আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ।
জিওবি’র ৫ কোটি ১১ লাখ ২৬ হাজার টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করবেন জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজটি করছেন এমএএস কনসোর্টিয়াম লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments