বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাআমনের ক্ষেত পরিদর্শন করে ধান কাটলেন কৃষি সচিব

আমনের ক্ষেত পরিদর্শন করে ধান কাটলেন কৃষি সচিব

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় আমন মৌসুমে উফসী আগাম জাতসমূহ চাষাবাদের মাধ্যমে ফষলের নিবিড়তা বৃদ্ধিকরণ মীষক ফষল কর্তণ, কৃষক সমাবেশ ও বীজ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ ধান গবেষণা ইসষ্টিটিউটের উদ্যোগে ও পটুয়াখালী কৃষি সম্পসারণ অধিদপ্তরের সহযোগীতায় শুক্রবার সকাল ১১টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ ও কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের মহাপরিচালক ড.মো.শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ের কৃষি সচিব কৃষিবিদ মো.সায়েদুযল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো.ফজলুল হক,বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট বরিশাল আঞ্চলিক কার্যালয়ের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন, ড.বিমল চন্দ্র কুন্ডু, পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আবদুল্লাহ সাদী, পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, পটুয়াখালী বিএফডিসি’র নির্বাহী প্রকৌশলী মো.মোশারফ হোসাইন।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.বাবুল মিয়া, কৃষক জিএম মাহবুবুর রহমান, মঞ্জুরুল আলম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রিয় লাল বিশ্বাস। সভা শেষে প্রধান অতিথি কৃষকদের মধ্যে উন্নত জাতের ধানের বীজ ও ক্ষেতে পোকা নিধনের হ্যান্ড নেট জাল বিতরণ করেন।

এর আগে প্রধান অতিথি কৃষি মন্ত্রনালয়ের কৃষি সচিব কৃষিবিদ মো.সায়েদুযল ইসলাম ক্ষেতে পাকা বিআর ১১, বিআর ২৩, ব্রি ৫১ ও ২৬ ধান ক্ষেত পরিদর্শণ করেন এবং কর্তণ করেন। এ জাতের ফষল চাষাবাদে কলাপাড়ায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে বলে প্রধান অতিথি সংবাদিকদের বলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments