আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য প্রয়াত আবুল কালাম আজাদের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল এবং মহান বিজয় দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ে শোক সভা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কুকাদাইর উত্তর পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব বেলাল হোসেন। গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মোঃ মাসুদুল হক মাসুদ।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন খোকা, যুগ্ম সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল বাছিত, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহমান, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ মিয়া, মোঃ জহুরুল ইসলাম, মোঃ জয়নাল আবেদিন, মোঃ আমিন মন্ডল, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ তালুকদার, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ফজল মন্ডল, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আলী সাজু মেম্বার, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক ইমদাদুল হক নবী, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু তালেব মাধু, সম্পাদক মোঃ আছর উদ্দিন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. ফুলচান মাস্টার, সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ বাদল মাস্টার, সম্পাদক বিশু মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ লুৎফর রহমান, সম্পাদক মিজানুর রহমান বাবু সহ ইউনিয়ন আওয়ামীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রয়াত আবুল কালাম আজাদ গত ২৫ নভেম্বর শুক্রবার মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Previous articleরংপুর সিটি নির্বাচন: ভোট চেয়ে পাড়া-মহল্লায় ছুটে বেড়াচ্ছেন মোস্তফা ও ডালিয়া
Next articleচাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১, আহত ৮
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।