সুমন গাজী: গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি রাকিব মোল্লাকে (২৪) গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ।

উল্লেখ্য, গত শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে ৫ম শ্রেণির ছাত্রীকে (১২), রাকিব মোল্লা (২৪) ডেকে নিয়ে যায় তার বাড়িতে। পরে ঘরে আটকে রেখে ওই ছাত্রীকে রাতভর ধর্ষণ করে। সে স্থানীয় বাসির মোল্লা’র ছেলে।

এ ঘটনায় শনিবার ওই ছাত্রী সহ তার পরিবার স্থানীয় নেতৃবৃন্দদেরকে জানালে, তারা টাকা দিয়ে মীমাংসার জন্য প্রস্তাব দেয়। ছাত্রীর পরিবার মীমাংসার জন্য রাজি না হলে স্থানীয় প্রভাবশালীরা বিভিন্ন বাবে ভয়-ভীতি দেখিয়ে চাপ সৃষ্টি করেন। পরে সোমবার সকালে এলাকায় তোলপাড় সৃষ্টি হলে দুপুরে স্বানীয়দের সহযোগীতায় জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করে।

জয়দেবপুর থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে রাকিব মোল্লাকে গ্রেফতার করেন। মামলাটি তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (অপারেশন) শরিফুল ইসলাম।

Previous articleনোয়াখালীতে ট্রাক্টর চাপায় দিনমজুরের মৃত্যু
Next articleমাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০, আটক ৪
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।