বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জে এনজিও খুলে প্রতারণার অভিযোগে আটক ২

চাঁপাইনবাবগঞ্জে এনজিও খুলে প্রতারণার অভিযোগে আটক ২

ফেরদৌস সিহানুক শান্ত: শনিবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলা সোনাইচন্ডী বাজারের ভুয়া এনজিওটির অফিস থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-উপজেলার মেলাডঙ্গা এলাকার শাহারুল (২২) (মূল হোতা) ও আল আমিন (২১)।

রোববার (১ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ-সরল মানুষকে অধিক লাভের লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে রাজ ডেভেলপমেন্ট সোসাইটি নামে একটি ভুয়া এনজিও প্রতিষ্ঠা করে। অনেক মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।

এ এনজিও এর মাধ্যমে গ্রাহকের জমানো টাকা হাতিয়ে নিচ্ছিলেন তারা। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ওই এনজিওর মালিকসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাচোল থানায় মামলা প্রক্রিয়াধীন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments