প্রদীপ অধিকারী: জয়পুরহাটের পাঁচবিবিতে ধানের পালায় দূর্বত্তদের আগুনে এক কৃষকের ৩ বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঐ কৃষকের প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক ঐ গ্রামের মৃত ময়েজ উদ্দিনের পুত্র মোঃ আবুল ফিরোজ।

সরেজমিনে গেলে এলাকাবাসী ও ফিরোজ জানায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর রাতে বাড়ীর পার্শ্বে রাখা ৩ বিঘা জমির ধানের পালায় কে বা কাহারা শত্রুতামূলক ভাবে আগুন লেগে দেয়। ভোর ৪ টার দিকে ধানের পোড়া গন্ধ পেয়ে বাড়ী থেকে বের হয়ে ধানের পালায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে আশ পাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় মনিরুল শহীদ মুন্না বলেন, এই ন্যাক্কার জনক ঘটনা যেই করুক না কেন তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া দরকার।

আরও পড়ুন  রাজশাহীতে ইজারা বহির্ভূত জায়গা হতে বালু উত্তোলনের অভিযোগ
Previous articleকর্মীদের সান্ত্বনা দিতেই বিএনপি নেতাদের হাঁকডাক: তথ্যমন্ত্রী
Next articleরাজশাহীর পবায় গরু উদ্ধার, ৩ চোর গ্রেফতার
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।