মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর আরএমপি পবা থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি করা গরু-সহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চোরদের কাছ থেকে চুরি হওয়া ২টি গরু উদ্ধার হয়।

সোমবার (২ জানুয়ারী) রাত ১১টায় নগরীর বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা তোফার বাড়ী থেকে চুরি হওয়া গরু ২টি উদ্ধার করে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ হোসেন, এসআই মোঃ সাহাবুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত গরু চোরোরা হলো: রাজশাহী মহানগরীর কর্ণহার থানার ধর্মঘাটা স্কুলপাড়ার মোঃ জাকারিয়ার ছেলে মোঃ মাহাবুব ইসলাম (৩২), বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রামের মোঃ তানছের মন্ডলের ছেলে মাহাবুব ইসলাম সাইফুল(৫৮) ও একই গ্রামের মৃত ওয়াহেদের ছেলে মোঃ আবু বাক্কার (৬০)। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম।

তিনি জানান, গত (১৯ ডিসেম্বর ২০২২) দিবাগত রাতে রাজশাহীর পবা থানার বাগধানী গ্রামের মৃত আজিজুল হকের ছেলে শামীম রানার গোয়াল ঘরের শিকল কেটে একটি ষাঁড় গরু এবং একটি গাভী পিকআপ যোগে চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় শামীম রানা পবা থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

সোমবার (২ জানুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে পবা থানা পুলিশ অভিযান চালিয়ে গরু চোর মাহাবুব, সাইফুল ও আবু বাক্কারকে তাদের বাড়ী গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রামের ইদ্রিস আলীর ছেলে চোর চক্রের আরেক সদস্য পলাতক আসামি তোফার বাড়ী থেকে চুরি হওয়া গরু ২টি উদ্ধার করা হয়। মুখপাত্র আরও বলেন, গরু চুরির ঘটনার সাথে অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারী) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের এই মুখপাত্র।

আরও পড়ুন  'জেমকে হত্যার পরেও কারো কিছু হয়নি, তোর মতো বারীকে মারলে কিছুই হবে না'
Previous articleপাঁচবিবিতে ধানের পালায় দুর্বৃত্তদের আগুন
Next articleরাজশাহীতে ১ কোটি ১০ লক্ষ টাকার হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।