জহিরুল ইসলাম: যশোরে নাশকতা মামলায় বিএনপি নেতা মিজানুর রহমান খানসহ ৪২ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছে আদালত। নাশকতা মামলায় তারা কারাগারে আটক ছিলেন।

সোমবার দুপুরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবির উদ্দিন প্রামানিক এ জামিন মঞ্জুর করেন। বিকেলে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান।
আদালত সূত্র জানায়, সোমবার একাধিক নাশকতা ও বিস্ফোরক মামলায় আটক অর্ধশতাধিক আসামির জামিনের আবেদন করা হয়। তার মধ্যে তিনটি মামলায় ওই ৪২ জনের জামিন মঞ্জুর করে আদালত। এছাড়া অন্য আসামিদের পুনরায় জামিন শুনানির দিন ধার্যকরা হয়।

উল্লেখ্য,১৫ ডিসেম্বর নিজ বাড়ি থেকে আটক হন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান। তিনি আসন্ন আগামী ৭ জানুয়ারি চেম্বার অব কমার্সের নির্বাচনে সভাপতি প্রার্থী। ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

আরও পড়ুন  সিলেট দুর্ঘটনা: নিহত বেড়ে ১৫, দুই চালকের বিরুদ্ধে মামলা
Previous articleউল্লাপাড়ায় অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
Next articleকাসেম সুলাইমানি হত্যাকাণ্ডে ৯৪ জন মার্কিনি অভিযুক্ত: ইরানের বিচার বিভাগ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।