সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার উপজেলার ৬ হাজার ৮ শত ৬৮ জন অসহায়, দুস্থ ও দরিদ্র প্রতিবন্ধী পরিবারের মাঝে বিনামূলে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে দুপুর পর শীতবস্ত্র বিতরণ করা হয়।

জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে উপজেলার বিভিন্ন এলাকার ৬ হাজার ৮৬৮ জন অসহায়, দুস্থ ও দরিদ্র প্রতিবন্ধী পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ মো.নজরুল ইসলাম,ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি ,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।

Previous articleমুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু
Next articleনাশকতার মামলায় বিএনপির ৪২ নেতাকর্মীর জামিন মঞ্জুর
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।