সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারী অনুমতি না নিয়ে কৃষি জমিতে পুকুর খনন ও মাটির টপ সয়েল কাটায় একজন জমির মালিক শফিকুল ইসলাম বকুলকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন এ আদালত পরিচালনা করেন। উপজেলার হরিণচড়া , ভেংড়ী , দবিরগঞ্জ , নাইমুড়ি , শরীফ সলঙ্গা এলাকায় গতকাল শেষ বিকেল থেকে রাত আটটা অবধি পুকুর খনন ও মাটির টপ সয়েল বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সব বন্ধ করে দেওয়া হয়। এছাড়া নাইমুড়ি গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম বকুলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Previous articleআপনারা উন্নয়নের সঠিক চিত্র গণমাধ্যমের প্রকাশ করুন
Next articleব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধের দাবিতে মানববন্ধন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।