বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা ও মাদকের চালান আটক

তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা ও মাদকের চালান আটক

আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে পৃথক পৃথক অভিযানে ভারতীয় কয়লা ও মাদকের চালান আটক করে,সুনামগঞ্জ -২৮বিজিবি অধীনস্থ বিওপির টহল দল।

বিজিবি তথ্যসুত্রে জানাযায় সুনামগঞ্জ -২৮বিজিবি অধীনস্থ লাউরগড় বিওপির টহল দল ১১জানুয়ারি বুধবার ভোররাতে সীমান্ত মেইন পিলার ১২০৬ এর নিকট হতে আনুমানিক ৫০গজ বাংলাদেশ অভ্যন্তরে উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের উত্তর মোকসেদপুর নামক স্থান হতে ১৮৮বোতল ভারতীয় মদ আটক করে।একই দিনে অন্য একটি পৃথক অভিযানে একই বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৩/৫-এর নিকট হতে আনুমানিক ১০০গজ বাংলাদেশ অভ্যন্তরে উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ নামক স্থান হতে ১৭শত কেজি ভারতীয় কয়লা আটক করে।

এছাড়াও গতকাল( ১০জানুয়ারি) মঙ্গলবার লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর নিকট হতে আনুমানিক ১০০গজ বাংলাদেশ অভ্যন্তরে উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ নামক স্থান হতে ১৬শত কেজি ভারতীয় কয়লা আটক করে।একই দিনে অন্য একটি পৃথক অভিযানে সীমান্তের মেইন পিলার ১২০৪ এর নিকট হতে আনুমানিক ১৫০গজ বাংলাদেশ অভ্যন্তরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের দশঘর নামক স্থান হতে ১২০বোতল ভারতীয় মদ আটক করে। একই দিনে উপজেলার চাঁনপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০০/৫-এস এর নিকট হতে আনুমানিক ৫০গজ বাংলাদেশ অভ্যন্তরে উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর নামক স্থান হতে ৫০০কেজি ভারতীয় কয়লা আটক করে।এছাড়াও অন্য একটি পৃথক অভিযানে চারাগাঁও বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৬/২-এস এর নিকট হতে আনুমানিক ১০০গজ বাংলাদেশ অভ্যন্তরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট নামক স্থান হতে ৯৩বোতল ভারতীয় মদের চালান আটক করে।

এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি পরিচারক মাহবুবুর রহমান পিবিজিএম বলেন আটককৃত ভারতীয় মদের চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং ভারতীয় কয়লা শুল্ক কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments