বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeসারাবাংলাশ্রীমঙ্গলে পৃথক অভিযানে গাঁজাসহ ৮ মাদক কারবারি গ্রেফতার

শ্রীমঙ্গলে পৃথক অভিযানে গাঁজাসহ ৮ মাদক কারবারি গ্রেফতার

মোঃ জালাল উদ্দিন: মৌলভীবাজারে শ্রীমঙ্গল থানার মাদক বিরোধী পৃথক বিশেষ অভিযানে গাঁজাসহ ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে শ্রীমঙ্গল থানার এসআই মোঃ আনোয়ারুল ইসলাম পাঠানের নেতৃত্বে সঙ্গীয় অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানাধীন ভুরভুরিয়া চা বাগানে অভিযান চালিয়ে চা বাগানের জনৈক বাদল রিকিয়াসনের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ১. মোঃ বাবুল মিয়া(৩১), পিতা-মোঃ মফিজ উদ্দিন, গ্রাম-১০ নম্বর ভানুগাছ রোড। ২. মানিক রিকিয়াশন(২২), পিতা-মৃত বংগি রিকিয়াশন, গ্রাম-ভুরভুরিয়া চা বাগান। ৩. মোঃ সাজু মিয়া(৫৫), পিতা-মৃত কালাই মিয়া, গ্রাম-১০ নম্বর ভানুগাছ রোড। ৪. মোঃ মহসিন মিয়া(৩৫), পিতা-নূর ইসলাম, গ্রাম-ভুরভুরিয়া চা বাগান। ৫. মোঃ খোকন মিয়া(২০), পিতা-হাসমত আলী, গ্রাম-জালালিয়া রোড। সর্বথানা- শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।

এ সময় আটকৃতদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপর এক অভিযানে শ্রীমঙ্গল থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানাধীন শহরতলীর সুইনগর ইসলামবাগ রেল লাইনের দক্ষিণ পাশে মনির মিয়ার ভুষি মালের দোকানের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ১. মোঃ সনু মিয়া(চনুর মিয়া) (৩৮), পিতা-মৃত আবুল হোসেন(লুসন মিয়া), গ্রাম- ১৩ নং মন্দইল, থানা- বানিয়াচং, জেলা -হবিগঞ্জ, বর্তমান: গ্রাম- সত্তর মিয়ার ভাড়াবাসা, শাহীবাগ, থানা- শ্রীমঙ্গল, জেলা -মৌলভীবাজার। ২. মোঃ আক্তার হোসেন (দুলন) (৩০), পিতা-মৃত রওশন আলী। ৩. মোঃ শামীম (৩২), পিতা-মৃত ফিরোজ মিয়া, উভয় গ্রাম- কালেঙ্গা, ১নং রহিমপুর ইউপি, পোঃ চৈত্রঘাট, থানা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার।

এসময় আটককৃতদের হেফাজত থেকে ২০০ গ্রাম গাজাঁ উদ্ধার করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। পৃথক দুটি অভিযানে, ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মোট ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার ২৬ জানুয়ারি ২০২৩ ইং, শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments