বাংলাদেশ প্রতিবেদক: জয়পুরহাটের পাঁচবিবিতে গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার নন্দইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন উপজেলার নন্দইল গ্রামের আনারুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম ওরফে পাইয়া(৩০) ও একই গ্রামের নজরুল ইসলামের নাতী আব্দুল লতিফ (২৮)।

প্রতক্ষদর্শীরা জানায়, সীমান্তবর্তী হাটখোলা বাজার হইতে একটি গরুবোঝাই ভটভটি জয়পুরহাটে গরুর নিয়ে যাওয়ার সময় উপজেলার নন্দইল গ্রামের সাহারের দোকানের সামনে আসলে ধরঞ্জী বাজার হতে দ্রুতবেগে আসা মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (ওসি) জাহিদুল হক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন  সোনারগাঁওয়ে কোটি টাকা মূল্যে ইয়াবাসহ আটক ৪
Previous articleপাঁচবিবিতে ‘বন্ধন’ এর শীতবস্ত্র বিতরণ
Next articleকালিহাতীতে প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।