আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাছ চারান গ্রামে ঘাসফুল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে (২৮জানুয়ারি) শনিবার সকালে উপজেলার পাছ চারান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গ্রামীণ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র (সিআরডিডি)’র সভাপতি আবরার এইচ কে ইফসুফজাই(তনু)’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গ্রামীণ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সিফাত মোহাম্মদ আরিফিন।

প্রধান অতিথি ছিলেন,টাঙ্গাইল- ৪ (কালিহাতী) আসনের এমপি মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।বিশেষ অতিথি ছিলেন,জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নুরুল ইসলাম,উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী,ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান,উপজেলা আ’লীগ নেতা মো.জাকির হোসেন,খন্দকার আ.মাতিন,কোকডহরা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম,নাগবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বিপ্লব,বল্লা ইউপি চেয়ারম্যান মো.ফরিদ আহমেদ,কোকডহরা ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু সুফিয়ান তালুকদার সেন্টু,সহসভাপতি মশিউর রহমান সিদ্দিকী তুহিন,সাধারণ সম্পাদক মো.বাকির হোসেন প্রমুখ। ঘাসফুল প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থীদের মাঝে কম্বল ও ৫ জনকে শিক্ষা উপকরণ বিতরণ করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

আরও পড়ুন  মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান চালুই থাকছে
Previous articleপাঁচবিবিতে সড়ক দূর্ঘটনায় ২ জন গুরুত্বর আহত
Next articleনোয়াখালীতে অভিনেতা কাবিলার শীতবস্ত্র বিতরণ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।