বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারাষ্ট্রীয় মর্যাদায় বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সীর জানাজা সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সীর জানাজা সম্পন্ন

ফেরদৌস আলী: বীর প্রতীক খেতাবপ্রাপ্ত শেরপুর জেলার শ্রীবরদী পৌরসভার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সীর জানাজা সম্পন্ন করা হয়েছে।

রোববার রাত ৯.৩০ মিনিটের সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেরপুরের শ্রীবরদী উপজেলার খামারিয়াপাড়া গ্রামের বাসিন্দা ৭৯ বছর বয়সী জহুরুল হক মুন্সি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
১৯৭১ এর মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখা জহুরুল হক মুন্সীই একমাত্র বীর মুক্তিযোদ্ধা, যিনি দুইবার ‘বীর প্রতীক’ খেতাব পেয়েছেন।
পারিবারের সুত্রে জানান যায়, সোমবার সকাল ১১টার দিকে বকশিগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্সে জহুরুল হক মুন্সির প্রথম নামাজে জানাজা হয়েছে।

দুপুর ২.৩০ মিনিটের সময় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে পারিবারিক কবরস্থানে জহুরুল হক মুন্সিকে দাফন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস, শ্রীবরদী পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী লাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু,উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ সহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরো বলেন, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর জামালপুর ক্যাম্পে দেড় হাজার পাকিস্তানি সেনাদের কাছে আত্মসমর্পণের আহব্বান সংবলিত চিঠি পৌঁছাতে গিয়ে তাদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন জহুরুল হক মুন্সী।

“মুক্তিযুদ্ধে অসম্মান্য অবদান রাখায় দেশের একমাত্র বীর মুক্তিযোদ্ধা হিসাবে জহুরুল হককে রাষ্ট্রীয় ভাবে দুই বার বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়।”

জহুরুলের জন্ম জামালপুরের বকশিগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ গ্রামে। পরে তিনি স্থায়ীভাবে শ্রীবরদীতে বসবাস করেন।

ফেরদৌস আলী , শ্রীবরদী (শেরপুর)প্রতিনিধি, মোবাইল ০১৭১২৪০৮৩৮৯, তারিখ ০৬-০২-২০২৩ ইং।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments