শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারাজশাহীতে হাইড্রোগ্রাফিক জরিপ ছাড়াই বালুমহাল ইজারা বিজ্ঞপ্তি, আদালতের স্থিতাবস্থা জারি

রাজশাহীতে হাইড্রোগ্রাফিক জরিপ ছাড়াই বালুমহাল ইজারা বিজ্ঞপ্তি, আদালতের স্থিতাবস্থা জারি

মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর পবা উপজেলার চর শ্যামপুর ও দিয়ার খিদিরপুর বালুমহাল এবং চারঘাটের বালুমহল ইজারা বিজ্ঞপ্তিতে স্থিতাবস্থা জারি করেছেন উচ্চ আদালত। একইসঙ্গে নতুন করে জারি করা এই বিজ্ঞপ্তিকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

ভুমি মন্ত্রণালয়ের সচিব, রাজশাহী জেলা প্রশাসক, রাজস্ব ডেপুটি কালেক্টকর ও সদস্য সচিব জেলা বালুমহল ব্যবস্থাপনা কমিটি জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহীকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারক জাফর আহমেদ ও মো. বশির উল্লাহ সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেছেন। রুলে কেন হাইড্রোগ্রাফিক জরিপ ছাড়াই দরপত্র আহ্বান করা হয়েছে, তা জানতে চেয়ে চার সপ্তাহ সময় বেধে দেয়া হয়েছে।

রাজশাহীতে হাইড্রোগ্রাফিক জরিপ ছাড়াই গত ১৭ জানুয়ারী বালুমহল ইজারার নোটিশ জারী কলেন জেলা প্রশাসক। এতে ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন ব্যবসায়ীরা। নীতিমালা অনুযায়ী বালুমহাল ইজারা দেয়ার আগে নির্ধারিত এলাকার হাইড্রোকগ্রাফিক জরিপ করতে হবে। এর মাধ্যমে বালুর মজুদ নির্ধারণ করে ইজারামূল্য ঠিক করতে হবে। বালুমহাল নীতিমালা আইনেই এটা উল্লেখ আছে। কিন্তু জরিপ ছাড়াই রাজশাহীর চরশ্যামপুর ও দিয়াড়খিদিরপুর বালুমহাল ইজারা দেয়া হয়েছে। এই বালুমহাল ইজারা নিয়ে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। মাটি ব্যবস্থাপনা আইন-২০১১ অনুযায়ী বালুমহালের হাইড্রোগ্রাফিক জরিপ করাতে হবে। এছাড়াও ডিজিটাল জরিপের মাধ্যমে বালুমহালের স্থান ও পরিধি নির্ধারণ করার পর কেবল ইজারা দেওয়ার বিধান রেখে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২২’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছেন মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, এখন থেকে জেলা প্রশাসক ও ভূমি মন্ত্রণালয় প্রত্যেকটি বালুমহালের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অথবা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে রিকুজিশন নেবে। “তাদের জুরিসডিকশনে এবং তারা একটা ডিজিটাল সার্ভে করে প্রত্যেকটা জেলা প্রশাসককে বা মন্ত্রণালয়কে জানিয়ে দেবে কোথায় বালুমহাল আছে, কতটুকু তার পরিধি, কী পরিমাণে বালু উত্তোলন করা যাবে। “তার উপর ভিত্তি করে বালুমহালগুলো এক বছরের জন্য লিজ নেওয়া যাবে, এটাই হলো আইনের মূল বিধান।” তবে উর্বর কৃষি জমি হলে কিংবা বাণিজ্যিক কাজে ব্যবহৃত জায়গা থেকে বালু তোলা যাবে না। উচ্চ আদালতে ব্যাবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে গত ১ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারক জাফর আহমেদ ও মো. বশির উল্লাহ সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেছেন। রুলে কেন হাইড্রোগ্রাফিক জরিপ ছাড়াই দরপত্র আহ্বান করা হয়েছে, তা জানতে চেয়ে চার সপ্তাহ সময় বেধে দেয়া হয়েছে। এ সময় পর্যন্ত চারঘাট এবং পবা উপজেলার চর শ্যামপুর ও দিয়ার খিদিরপুর বালুমহাল ইজারা প্রক্রিয়া স্থগিত রাখতে বলা হয়েছে। সেইসাথে এই চার সপ্তাহ বিবাদীকে স্থিতিঅবস্থা বজায় রাখারও নির্দেশ দেয়া হয়েছে।

উচ্চ আদালতের দেয়া রুলে বলা হয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১১ অনুযায়ী রাজশাহীর চারঘাট উপজেলা এবং পবার চর শ্যামপুর ও দিয়ার খিদিরপুর দরপত্র আহ্বান করা বালুমহালের হাইড্রোগ্রাফিক জরিপ করাতে হবে। সেইসাথে বিধি না মেনে কেন এসব বালিমহালের দরপত্র আহ্বান করা হয়েছে, তাও জানতে চাওয়া হয়েছে। প্রতিবেদন দাখিলসহ আগামী চার সপ্তাহ বিবাদীকে এ সংক্রান্ত সকল কার্যক্রমের ওপর স্থিতিঅবস্থা জারি করেছেন উচ্চ আদালত। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলেন, হাইড্রোগ্রাফিক জরিপ না করার কারণে বালুমহালে বালুর মজুদ নিয়ে তাদের কোন ধারণা ছিল না। তারপরও সর্বোচ্চ দরে বালুমহালটি ইজারা নেয়ায় ইজারামূল্যের অর্ধেক টাকাও তুলতে পারেনি তারা। তাই যৌথ অংশীদ্বারের ভিত্তিতে যারা বালুমহালে বিনিয়োগ করেছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন আবার বালুমহালটি নতুন বছরের জন্য ইজারার বন্দোবস্ত করা হচ্ছে। এবারো যদি হাইড্রোগ্রাফিক

জরিপছাড়াই এটি ইজারা দেয়া হলে ইজারা গ্রহণকারীরা পথে বসবেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) এ ব্যপারে জানতে চাইলে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, মহামান্য আদালতের নির্দেশনা অনুযায়ী চারঘাট ও পবা উপজেলার দুটি বালুমহালের ইজারা প্রক্রিয়া স্থগিত করতে ইতোমধ্যেই নোটিশ দেয়া হয়েছে। এই দু’টিকে বাদ রেখেই বাকি বালুমহালগুলোর ইজারা প্রক্রিয়া চলবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments