Categories
সারাবাংলা

ঈশ্বরদীতে ভাষা শহীদ বিদ্যা নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে ভাষা শহীদ বিদ্যা নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি বুধবার সকেলে স্কুল প্রাংগনে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।

প্রধান অতিথি বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, অপার সম্ভাবনাময় এলাকা আমাদের ঈশ্বরদী। সবাইকে সম্প্রীতির ভাব গড়ে তুলে এ অঞ্চলকে আরও সমৃদ্ধিশালী করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলি।

সার্বিক পরিচালনা করেন প্রধান শিক্ষক মোক্তার হোসেন। অনুষ্ঠানে শিক্ষক, অবিভাবক, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।

By আজকের বাংলাদেশ

আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।