বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলামাদারীপুরে আনন্দবাজারে হত্যাকাণ্ডের ঘটনায় মানববন্ধন, পুলিশের বাধা

মাদারীপুরে আনন্দবাজারে হত্যাকাণ্ডের ঘটনায় মানববন্ধন, পুলিশের বাধা

আরিফুর রহমান: মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামে আউয়াল মাতুব্বর নামে একজনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বুধবার সকালে মানববন্ধন করার জন্য ডিসি অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন নিহতের স্বজনরা। এসময় মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেয়ার অভিযোগ উঠেছে।

পরে স্থানীয়রা প্রায় ৩ ঘণ্টা পাঁচখোলা বাংলাবাজার সড়ক অবরোধ করে রাখে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামে গত শনিবার দিবাগত রাতে কাশেম মাতব্বরের ছেলে আউয়াল মাদবরকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে নিহতের স্বজনরা ও স্থানীয় জনগণ। জেলা প্রশাসক কার্যালয়ের যাওয়ার পথেই বাধার সম্মুখীন হয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হলে পুলিশ এখন পর্যন্ত অধিকাংশ আসামীদেরকে গ্রেফতার না করায় স্থানীয়রা মানববন্ধনের আয়োজন করে। এসময় মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে শহরে যাওয়ার পথে পাঁচখোলা বাংলা বাজার সড়কে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় স্থানীয়রা প্রায় তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুরে সদর থানার প্রাপ্ত কর্মকর্তা মনোয়ার চৌধুরী বলেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী নিহত আউয়ালের ভাই দেলোয়ার হোসেন পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তাদের শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেছিলাম। আমরা শহরে গিয়ে ডিসি-এসপির সাথে দেখা করতে চেয়েছিলাম কিন্তু পুলিশ আমাদের কর্মসূচিতে বাধা দেয়। আমরা হত্যাকারীদের বিচার চাই।

নিহতের স্ত্রী জরিনা বেগম বলেন, পুলিশ পক্ষপাতিত্ব করছে। তারা আসামি গ্রেফতার না করে উল্টো আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে বাধা দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

মানববন্ধন অংশগ্রহণকারী মো. ইকবাল নামের একজন জানান, আমরা হাজারখানেক লোক নিয়ে মানববন্ধনে এসেছিলাম। কিন্তু পুলিশ মাঝপথে আমাদের আটকে দিয়েছে। পুলিশ আমাদের নারীদের ধাক্কাধাক্কি করেছে। এটা পুলিশ করতে পারেনা।

এ ব্যাপারে জানতে চাইলে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, মানববন্ধনে পূর্ব অনুমতি না থাকায় তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া শহরের প্রবেশ মুখে তাদের বিরোধীপক্ষের থাকায় আমরা সহিংসতার ও আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশংকা করছি।আমরা আসামিদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments