আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতীতে স্বাধীনতার ইশতেহার পাঠক’শাজাহান সিরাজ’ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত কয়েকদিন যাবত উপজেলার বিভিন্নি গ্রামে ঘুরে ঘুরে স্বাধীনতার ইশতেহার পাঠক ‘শাজাহান সিরাজ’ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে আসছেন। তারই অংশ হিসেবে বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সহদেবপুর ইউনিয়নের পৌজান বাজার,কোকডহরা ইউনিয়নের বলধী বাজরে ৮ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন শাজাহান সিরাজের তন্বয়া ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন। শাজাহান সিরাজের মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন,আমার বাবার মতো আমিও অসহায় মানুষের পাশে দাড়িয়েছি।আমি নির্বাচন করতে আসি নাই।আমিও আপনাদের জন্য কাজ করতে চাই।আমার বাবার স্মৃতি ধরে রাখতে ‘শাজাহান সিরাজ’ কল্যাণ ট্রাস্ট গঠন করেছি।এ সংগঠনের মাধ্যমে দুঃস্থ ও অসহায় ও গরিব মানুষের সেবা করার জন্য এসেছি।এ হিসেবে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন,আমরা গত কয়েকদিন যাবত উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে কম্বল বিতরণ করে আসছি। কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে। এরপর ‘শাজাহান সিরাজ’ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মহিলাদেরকে সেলাই মেশিন ও ছাগল বিতরণের কর্মসুচি হাতে নেয়া হবে।

আরও পড়ুন  টেকনাফে অস্ত্র ও ইয়াবা নিয়ে শীর্ষ সন্ত্রাসী ডাকাত সলিমসহ গ্রেপ্তার ৩
Previous articleরাজশাহীতে ১৪৫ ধারা উপেক্ষা করে জমি দখলের চেষ্টা
Next articleএবার সংক্ষিপ্ত সিলেবাসে হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।