মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর মহিপুরে ২ কোটি বাগদা চিংড়ির রেনু সহ ২ টি মাছধরা ট্রলার আটক করেছে নিজামপুর কোষ্টগার্ড। সোমবার গভীর রাতে রাবনাবাদ নদী মোহনা থেকে এসব রেনু জব্দ করা হয়। তবে এসময় কোন অসাধু জেলেকে আটক করতে পারেনি কোষ্টগার্ড। পরে আজ মঙ্গলবার বেলা এগরোটায় উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে এসব রেনু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়।

নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কামান্ডার এম রাজিউল হাসান পিও জানান, বাগদা চিংড়ির এসব রেনু ট্রলারের মধ্যে হাড়ি ও ড্রামে করে উত্তরাঞ্চলে পাচার করতে চেয়েছিলো একটি চক্র। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেনু জব্দ করা হয়। অসাধু জেলেদের খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

আরও পড়ুন  কলাপাড়ায় পুলিশ পিটিয়ে আহত করলেন ব্যবসায়ীরা
Previous articleপোশাক শিল্পের মতো দৃষ্টি পাচ্ছে না পাট : প্রধানমন্ত্রী
Next articleএক মজলিসে অবৈধভাবে বিবাহ ও তালাক ! ভূয়া ঠিকানা দিয়ে লাইসেন্স গ্রহণের অভিযোগ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।