সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর শহরের সেবা জেনারেল হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার এর কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার সেবা জেনারেল হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে প্যাথলজিস্ট ছাড়া শুধুমাত্র ল্যাব টেকনোলজিস্ট দিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানোসহ নানা অভিযোগে গতকাল শুক্রবার রাত দশটার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ অর্থ জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন এ আদালত পরিচালনা করেন । এসময় তার সাথে সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ও উপজেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সামিউল ইসলাম রনি উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন  মহেশখালীতে পিস্তলসহ ডাকাত নাছির গ্রেপ্তার
Previous articleঅরক্ষিত টাঙ্গুয়ার হাওর নজরখালি বাঁধ, হুমকির মুখে বোরো ফসল
Next articleরমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রস্তুত সরকার: কৃষিমন্ত্রী
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।