শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeজাতীয়রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রস্তুত সরকার: কৃষিমন্ত্রী

রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রস্তুত সরকার: কৃষিমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার এখনই প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এ মাসে নিত্যপণ্যের কোনো সংকটও থাকবে না।’

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবার শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে মন্তব্য করে মন্ত্রী বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করবে। শেখ হাসিনাই দেশের নেতৃত্ব দেবেন।’

বিএনপির সমালোচনা করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘আন্দোলনের নামে বিএনপি ২০১৫ সালের মতো আবারও তাণ্ডব সৃষ্টির অপচেষ্টা করছে। তবে তাদের পায়ের নিচে মাটি নেই। তাদের আন্দোলনে রাজনীতির মাঠ আর অস্থিতিশীল হবে না। বিএনপির সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই বলে তাদের আন্দোলন আগের মতো এবারও ব্যর্থ হবে। সরকারের পতনও হবে না।’

দেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না বলে জানান মন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত হয়েছে। তবে সবার জীবনে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে দেশকে আরও উন্নত করতে হবে।’

অবৈধভাবে ধনসম্পদ উপার্জন আর বিলাসিতায় জীবন না কাটানোর আহ্বান জানিয়ে কৃষি মন্ত্রী বলেন, অবৈধভাবে ধনসম্পদ উপার্জন করা জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত নয়। কত টাকা আমাদের দরকার, কতটুকু বিলাসিতা প্রয়োজন তা ভেবে দেখতে হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফোরামের সভাপতি গোলাম সামদানি, স্কয়ার হাসপাতালের পরিচালক ডা. সানোয়ার হোসেন, যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী ফজলুল করিম বাচ্চু, প্রকৌশলী আজিজুর রহমান, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন প্রমুখ বক্তব্য দেন।

এছাড়াও বিদ্যালয়ের প্রায় দুই হাজার প্রাক্তন নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments