শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাশাহজাদপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

শাহজাদপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বিমল কুন্ডু: শাহজাদপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা- ২০২৩ শুরু হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এ কৃষি প্রযুক্তি মেলা আয়েজন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় ৩ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান।

এ উপলক্ষে উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, শামছুল আলম, মনিরুল গনি চৌধুরী শুভ্র প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলা উপলক্ষে উপজেলার জালালপুর ইউনিয়নের রইচ উদ্দিন নামে এক কৃষককে ৭০% ভর্তুকিতে একটি পাওয়ার উইভার (নিরানী যন্ত্র) প্রদান করা হয়। প্রযুক্তি মেলায় মোট ২২টি স্টল স্থাপন করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments