মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে ৫ মন ওজনের নিষিদ্ধ ৭ টি শাপলা পাতা মাছ জব্দ করেছে নিজামপুর কোষ্টগার্ড।
সোমবার বিকাল পাঁচটায় আলীপুর বিএফডিসি মার্কেট সংলগ্ন পরিত্যক্ত একটি ঘর এসব মাছ জব্দ করা হয়। তবে এসময় ওই ঘরের মালিক রহিম ভান্ডারিকে আটক করতে পারেনি কোষ্টগার্ড। পরে এসব মাছ কোষ্টকার্ড স্টেশনে মাটিতে পুতে ফেলা হয়।
নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আরিফ মাহামুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর বাজারের তালাবদ্ধ ওই ঘরটিতে অভিযান চালানো হয়। পরে লতাচাপলী ইউপি চেয়ারম্যান ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে মাছগুলো উদ্ধার করা হয়। ৭ টি শাপলাপাতা মাছের ওজন প্রায় ২০০ কেজি। অসাধু জেলেদের বিরুদ্ধে কোষ্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।