জয়নাল আবেদীন: রংপুরে একটি নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিন ট্রাকে তুলতে গিয়ে খুঁটি পড়ে মোবাশ্বের আলী (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগরীর গণেশপুর দোলাপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোবাশ্বের আলীর বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার পাইটক্যা পাড়ায়।আহতরা হলেন জলঢাকা উপজেলার পাইটক্যাপাড়া এলাকার শ্রী জুয়েল চন্দ্র রায়ের ছেলে কার্তিক রায় (২৫), একই এলাকার মানিক চন্দ্র রায়ের ছেলে অজয় রায় (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণীধীন ভবনের পাইলিংয়ের কাজ শেষে পাইলিং মেশিন তোলার সময় খুঁটি সরে গিয়ে একজনের মৃত্যু হয়। আহত আরো দুইজনকে হাসপাতালে পাঠনো হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এসআই রাসেল ইসলাম জানান অসাবধানতা বশত পাইপ পড়ে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ।

আরও পড়ুন  বাউফলে অবৈধ জালসহ ৩৭ জেলেকে আটক করলেন চেয়ারম্যান
Previous articleশার্শায় ১০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক
Next articleটাঙ্গুয়ার হাওরের রাজারদাইড় এখন পানকৌড়ির নিরাপদ আবাসস্থল
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।