বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুরে টেন্ডার হলেও কাজ হয়নি রাস্তার, দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

তাহিরপুরে টেন্ডার হলেও কাজ হয়নি রাস্তার, দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুর থানা ব্রিজ হতে তাহিরপুর- সুনামগঞ্জ মেইন রোড পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজে টেন্ডার হলেও কাজ না হওয়ায়,দ্রুত কাজের বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৬,এপ্রিল)দুপুরে তাহিরপুর সচেতন নাগরিক সমাজের উদ্যোগে,তাহিরপুর উপজেলা চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করে,একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন কলেজের সাবেক অধ্যক্ষ সাইদুল কিবরিয়ার,বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ,আব্দুল কাদির উপজেলা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাসরুম,তুহিন মিয়া প্রমুখ ।

এসময় তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাসরুম বলেন তাহিরপুর থানা ব্রিজ হতে সোজা তাহিরপুর -সুনামগঞ্জ মেইন রোড পর্যন্ত রাস্তার কাজের এলজিডির মাধ্যমে টেন্ডার হয়েছে আমরা জানি।আমরা এই কাজের দ্রুত বাস্তবায়ন চাই।উনি বলেন এই জন গুরুত্বপূর্ণ রাস্তাটি উন্নয়ন কাজ হলে মানুষের যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক সৃষ্টি হবে।এতে মানুষের উপকার হবে।
এসময় অন্যান্য বক্তারা বলেন তাহিরপুর থানা ও ডাক বাংলোর মধ্য দিয়ে একটা রাস্তা ছিল আগে আমরা এই রাস্তা দিয়াই আসা-যাওয়া করতাম।এই রাস্তার নাম ছিল সিলেটিয়া রাস্তা।এখন এই রাস্তাটি বন্ধ হইয়া গেছে এই রাস্তাটি উদ্ধার করিয়া দেওয়ার জোরদাবি জানাই।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments