আহম্মদ কবির: সুনামগঞ্জের মধ্যনগরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গোপাল চন্দ্র তালুকদার কে আটক করে মধ্যনগর থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী বংশীকুন্ডায় দক্ষিণ ইউনিয়নের রাঙামাটি গ্রামের মৃত গোপেশ চন্দ্র তালুকদার এর ছেলে।
পুলিশের তথ্যসুত্রে জানাযায় আজ(৬এপ্রিল)বৃহস্পতিবার রাতে মধ্যনগর থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানার চৌকস অফিসার ইন-চার্জ জাহিদুল হক এর নির্দেশে,এসআই সৈয়দ গোলাপ সারোয়ার এর নেতৃত্বে,সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়দায়,মধ্যনগর থানা এলাকার রাঙামাটি গ্রামের পাকা রাস্তা হতে তাকে আটক করে।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা অপর দুই মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়।
তাৎক্ষণিক আটককৃত আসামীর দেহ তল্লাশি করে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকামুলে জব্দ করা হয়।পুলিশ জানায় আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর জানাযায় পলাতক আসামী মধ্যনগর উপজেলার মির্জাপুর গ্রামের কাছল মিয়ার ছেলে নুর আলী (৩০)ও আটককৃত আসামী গোপাল চন্দ্র তালুকদার পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত মাদকদ্রব্য(ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।পুলিশ জানাযায় গ্রেফতারকৃত আসামী কুখ্যাত মাদকব্যবসায়ী গোপাল চন্দ্র তালুকদার এর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায় এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীর বিরুদ্ধে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে।আটককৃত আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।