শহিদুল ইসলাম: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে২টি (৯৯৯ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ সাইদুল ইসলাম (২৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা।
শনিবার (৮ এপ্রিল) বিকালে উপজেলার পাঁচভুলাট সীমান্ত থেকে খুলনা বিজিবি (২১) ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে।
আটক সাইদুল শার্শার পাঁচভুলাট গ্রামের আব্দুল হালিমের ছেলে।
খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান পিএসসি জানান, ভারতে স্বর্ণ পাচার হবে, এমন গোপন খবরে, পাঁচভুলাট বিওপির টহল দল ওই এলাকায় আসা একটি ইজিবাইক থামিয়ে সন্দেহভাজন সাইদুলকে আটক করে। পরে, তাকে তল্লাশি করে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো স্বর্নের বার ২টি উদ্ধার করে।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মুল্য ৮৫ লক্ষ টাকা বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।