সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
Homeসারাবাংলাপুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক ১

পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক ১

মাহমুদুল হাসান: কলারোয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রনে অব্যাহত পুলিশি অভিযানে আবারো ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, সাতক্ষীর জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম’র নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানের তত্ত্বাবধানে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা: মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
বুধবার(১৯ এপ্রিল) রাতে অভিযানকালে সীমান্তবর্তী হিজলদী গ্রামের আমিরুল ইসলাম(৩৯)কে ৩৮ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। সে আলাল উদ্দীনের ছেলে।

এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। উল্লেখ্য, সম্প্রতি কাদপুর সীমান্ত এলাকা থেকে ১ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments