সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুর ও কালিহাতী থেকে পৃথক দূর্ঘটনায় এক বৃদ্ধ ও মোটর সাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের জেলার কালিহাতী উপজেলা কামাঙ্খামোড় এলাকায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত হয়। একই সময় জেলার ভূঞাপুর উপজেলার গোবিন্দাসীর যমুনা নদী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধ ফটু (৬০) ঘাটাইল উপজেলার গৌরিশ্বর এলাকার মৃত ইয়াজ উদ্দিনের ছেলে। তবে নিহত মোটর সাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, ওই মোটর সাইকেল ঢাকা হতে উত্তরবঙ্গে যাওয়ার পথে ঢাকা- বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার কামাঙ্খামোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত পরিবহনের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে ভুঞাপুর উপজেলার গোবিন্দাসীর যমুনা নদীতে ওই বৃদ্ধ তলিয়ে যায়। এসময় সেখানে থাকা মাছ ধরার নৌকার মাঝিরা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এঘটনায় নিহতের পরিবারের দাবী, ফটু পরিবার নিয়ে নাটোর জেলায় বসবাস করে। ঈদের দিন সকালে নাটোর থেকে গ্রামের বাড়ি গৌরিশ্বর যাওয়ার জন্য রওনা হয়। এরপরই খবর পাই তিনি মারা গেছেন।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অজ্ঞাত পরিবহনের সাথে সংঘর্ষে ওই ব্যক্তি নিহত হয়েছে। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে।

অপর দিকে ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, বৃদ্ধ ফটুর মরদেহ থানায় রাখা হয়েছে। তার স্বজনদের খবর দেয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments