বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
Homeসারাবাংলাশাহজাদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

শাহজাদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

বিমল কুন্ডু: ‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে ।

এ উপলক্ষে আজ ২৮ এপ্রিল শুক্রবার শাহজাদপুর চৌকি আদালত আইনগত সহায়তা প্রদান কমিটি নানা অনুষ্ঠানের আয়োজন করে। এদিন সকাল ১১ টায় শাহজাদপুর চৌকি আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌরএলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুগ্ম দায়রা জজ মামুন-অর-রশিদ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ সোহেল রানা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী, এ্যাড. আব্দুস সাত্তার, এ্যাড. শাহ জালাল মিয়া, এ্যাড. এ.কে.এম. মতিয়ার রহমান, এপিপি আহসান হাবিব সোহেল, এপিপি মোস্তাফিজুর রহমান সবুজ প্রমুখ।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিলো, সাম্য ও বৈষম্যমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম নিয়ামক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সেই লক্ষে দেশের সকল জনগোষ্ঠিকে আইনের সুরক্ষা প্রদান করার উদ্দেশ্যে আর্থিক অসচ্ছলতা ও অন্যান্য কারণে যাঁরা বিচার পেতে অসমর্থ বা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন, তাঁদের জন্য বিচারের পথ সুগম করতেই আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ প্রণীত হয়। এটি বর্তমান সরকারেন একটি যুগান্তকারী ও জনবান্ধব আইন। ২০০৯ সালে জাতীয় আইনগত সহায়তার প্রধান কার্যালয় স্থাপিত হওয়ার ফলে আইনগত সহায়তা প্রদান আইনটি বাস্তবে রূপ লাভ করেছে। অনুষ্ঠানে আদলতের বিচারকবৃন্দ, আইনজীবী, আইনজীবী সহকারি সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments