কায়সার হামিদ মানিক: কক্সবাজার পৌরসভার নির্বাচনের প্রতীক নিয়ে প্রচারে নেমে পড়েছে পাঁচ মেয়রসহ ৭৭ প্রার্থী। শুক্রবার প্রতীক বরাদ্ধ পাওয়ার পর পৌর এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন প্রার্থীরা।

শুক্রবার (২৬ মে) পাঁচ মেয়র প্রার্থী, সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে চারটি ওয়ার্ডের ১৬ নারী কাউন্সিলর প্রার্থী, ১২টি সাধারণ ওয়ার্ডের ৫৬ কাউন্সিলর প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন কক্সবাজার জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা।

জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন বলেন, নিয়ম মতে ৭৭ প্রার্থী প্রতীক পেয়েছেন। এখন যেন আচরণবিধি মেনে প্রচার চালান। আগামী ১২ জুন পৌরসভার ৪৩টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট হবে।

তিনি জানান, মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরীকে নৌকা প্রতীক, বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদকে নারকেল গাছ প্রতীক, তার স্ত্রী জোসনা হককে মোবাইল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়ুয়াকে হেলমেট প্রতীক ও ইসলামী আন্দোলনের প্রার্থী মো. জাহেদুর রহমান হাত পাখা প্রতীক পেয়েছেন।

জেলা নির্বাচন কার্যালয়ের সূত্রে জানা গেছে, পৌরসভার ১২টি ওয়ার্ডের ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।

Previous articleরাজারহাটে পতিত জমিতে জলঢুপি আনারস চাষ
Next articleখাবারে চেতনানাশক মিশিয়ে ইমামের সর্বস্ব লুট
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।