বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক ৪১টি গ্রামের সমন্বয়ে গঠিত টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

সোমবার (২৯মে) তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে,টাঙ্গুয়ার হাওর লামাগাও সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি বজলু মিয়া সভাপতি পদে চাকা প্রতীকে ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদন্ডী সাবেক সভাপতি মনির মিয়া চেয়ার প্রতীকে পেয়েছেন ১০ ভোট। সহ-সভাপতি পদে মস্তফা মিয়া মই প্রতীকে ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদন্ডী আবুল খয়ের ফুটবল প্রতীকে পেয়েছেন ১০ ভোট,সাধারণ সম্পাদক পদে নুর আলম মাছ প্রতীকে ২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদন্ডী খসরুল আলম পেয়েছেন ০৮ ভোট।এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৪১,প্রদত্ত ভোটের সংখ্যা ৩৭ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ০২ টি।

জানাযায় টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ১২টি পদ রয়েছে তার মধ্যে সভাপতি,সহ-সভাপতি সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়েছে।বাকি কোষাধ্যক্ষসহ ব্যবস্থাপনা কমিটির ৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে।বাকি তিন জন সদস্য নির্বাচিত প্রতিনিধিদের আলোচনা সাপেক্ষে সদস্য সিদ্ধান্ত করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments