জয়নাল আবেদীন: বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রংপুরে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে দুধ বিতরণ করা হয়েছে। পাঁচ শতাধিক মানুষের মাঝে এ দুধ বিতরণ করেন রংপুর ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে দুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন রংপুর ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের জেলা ও বিভাগীয় সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন।
উদ্বোধনী আয়োজনে তিনি বলেন, দুধ পুষ্টিকর খাবারের মধ্যে অন্যতম। আমরা দেশের পুষ্টি চাহিদা পুরণে যেমন কাজ করি তেমনি দেশের বেকারত্ব কমিয়ে আনতেও কাজ করি খামারিরা। সরকার থেকে ভালো পৃষ্ঠপোষকতা পেলে খামারীরা আরো বেশি সফল হবে, তাতে এ প্রজন্মের শিক্ষিত তরুণরা খামার গড়তে আরো বেশি উদ্বুদ্ধ হবে, তাতে পুষ্টি চাহিদা যেমন পুরণ হবে তেমনি বেকারত্ব কমিয়ে আসবে। এসময় তিনি প্রাণী সম্পদ উন্নয়নে সম্পৃক্তদের খামারীদের উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করার অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন রংপুর ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের জেলার যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহৃমেদ, জেলা ও বিভাগীয় অর্থ সম্পাদক বিটু, জেলা ও বিভাগীয় মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন, জেলা ধর্ম সম্পাদক দীলিপ চন্দ্র ঘোষ, আপ্যায়ন সম্পাদক সুজন, সমাজ কল্যাণ সম্পাদক মনসুর আলী, রংপুর সিটি‘র ১৩ নং ওয়ার্ড সভাপতি নুর আলম মনু, ১০ নং ওয়ার্ড সভাপতি গোলাম সারোয়ার মির্জা । এদিকে বিশ্ব দুগ্ধ দিবসে ঢাকায় আয়ানা ডেইরি ফার্ম আইকন খামারি রংপুর ২০২২ নির্বাচিত হয়েছেন রংপুর ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম।