শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeসারাবাংলাডা. প্রাণ গোপাল দত্ত প্যানেল স্পিকার নির্বাচিত হওয়ায় চান্দিনাইয় নেতাকর্মীদের আনন্দ উল্লাস

ডা. প্রাণ গোপাল দত্ত প্যানেল স্পিকার নির্বাচিত হওয়ায় চান্দিনাইয় নেতাকর্মীদের আনন্দ উল্লাস

ওসমান গনি: ডা. প্রাণ গোপাল দত্ত এমপি জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত হওয়ায় তার নির্বাচনী এলাকা কুমিল্লা – ৭ ( চান্দিনা) সকল শ্রেনীপেশার মানুষের মধ্যে আনন্দ উল্লাসের জোয়ার বইছে।

বাংলাদেশ জাতীয় সংসদের প্যানেল স্পিকার মনোনীত হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

বুধবার (৩১ মে) জাতীয় সংসদ অধিবেশনে পাঁচজন প্যানেল স্পিকারের নাম ঘোষণা করেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। সংসদে স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্যানেল স্পিকারগণ অগ্রবর্তীতা অনুসারে যিনি থাকবেন তিনি স্পিকারের চেয়ারে বসে অধিবেশন পরিচালনা করবেন।

কুমিল্লার দুই সাংসদ। তারা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি ও পাঁচজন প্যানেল স্পিকারে মধ্যে বাকিরা হলেন- পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুস্তম আলী ফরাজি, কুমিল্লার বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা প্রয়াত আফজাল খানের মেয়ে সংরক্ষিত আসন-১০ এর সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।

অধ্যপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র ব্যক্তিগত সহকারী সমীর দাস বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপিকে প্যানেল স্পিকার মনোনীত করার সংবাদে তাঁর নির্বাচনী এলাকা কুমিল্লার চান্দিনায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। তাদের নেতা অধ্যাপক প্রাণ গোপাল দত্তকে প্যানেল স্পিকার মনোনীত করার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা। অপরদিকে, একই খবরে বুধবার সন্ধ্যার পর থেকে কুমিল্লা শহরে প্রয়াত নেতা অধ্যাপক আফজাল খান সমর্থিত ও আঞ্জুম সুলতানা সীমা এমপির ভক্ত সমর্থকরা আনন্দ-উল্লাস করেন।

গত ২০২১ সালের ৩০ জুলাই চান্দিনা থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে শূন্য আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments