মাহমুদুল হাসান: ভারতে পাচারের চেষ্টাকালে সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী থেকে বিক্রয় নিষিদ্ধ ৪ লাখ ২০ হাজার পিস সরকারি জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের মফিজুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে এসব ট্যাবলেট জব্দ ও দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- পশ্চিম কৈখালী গ্রামে সামছুর গাজীর ছেলে ইস্রাফিল গাজী ও আব্দুল জব্বার গাজীর ছেলে মোঃ মোজাম গাজী।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নুরুল ইসলাম বাদল জানান, হাসপাতালে সরকারিভাবে সরবরাহকৃত জন্মনিরোধক সুখী ট্যাবলেট ভারতে পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস ট্যাবলেটসহ দুই পাচারকারীকে হাতে নাতে আটক করে।
এ ঘটনায় আটক আসামিদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা আন্তঃদেশীয় সিন্ডিকেট চক্রের সদস্য বলে জানান তিনি।