মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
Homeখেলাধুলাএশিয়া কাপ নিয়ে দ্বন্দ্ব: শ্রীলঙ্কার ওয়ানডের প্রস্তাবে পাকিস্তানের ‘না’

এশিয়া কাপ নিয়ে দ্বন্দ্ব: শ্রীলঙ্কার ওয়ানডের প্রস্তাবে পাকিস্তানের ‘না’

বাংলাদেশ ডেস্ক: শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্পর্ক বরাবর ভালো। পাকিস্তানে আর্ন্তজাতিক ক্রিকেট ফেরাতে সহায়তার হাত বাড়িয়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের ভেন্যু নিয়ে ওই সম্পর্কে ভাঙনের সুর!

এবারের এশিয়া কাপের আয়োজন পাকিস্তান। আসরটি তারা হাইব্রিড মডেলে পাকিস্তানে ও সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে লঙ্কান বোর্ড হাইব্রিড মডেলে আংশিক বা সম্পূর্ণ এশিয়া কাপ আয়োজনে প্রস্তুত বলেও জানিয়েছে।

ওই ঘটনার পাল্টা দিয়েছে পিসিবি। শ্রীলঙ্কা প্রস্তাবিত ওয়ানডে সিরিজ খেলতে আগ্রহী নয় তারা। পিসিবির সূত্র দাবি করেছে, আগামী মাসে শ্রীলঙ্কার প্রস্তাবিত ওয়ানডে সিরিজ খেলার বিষয়ে পিসিবির নেতিবাচক সাড়া সম্পর্কে ভাঙনের ইঙ্গিত মেলে।

আগামী জুলাইয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলে দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা যাবে পাকিস্তান। এসএলসি ওই সফরে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে কিছু ওয়ানডে খেলারও প্রস্তাব দিয়েছিল। শ্রীলঙ্কা মনে করছে, জিম্বাবুয়ে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ভারতের টিকিট কাটতে পারবে তারা।

তবে ওয়ানডে খেলার ওই প্রস্তাব নাকচ করেছেন পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি। সূত্র জানিয়েছে, পিসিবি চেয়ারম্যান আশা করেছিলেন এশিয়া কাপের হাইব্রিড মডেল নিয়ে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের সমর্থন পাবেন তারা। কিন্তু আইপিএল ফাইনাল দেখতে তিন বোর্ড প্রধান ভারতে যাওয়ায় মন ভেঙেছে তার।

শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজন করতে চাওয়ায় এসিসির (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) সেক্রেটারি জয় শাহ পিসিবি প্রস্তাবিত হাইব্রিড মডেল প্রত্যাখান করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, জয় শাহ এখন পুরো আসর শ্রীলঙ্কায় আয়োজনের কথা ভাবছেন।

খবর-পিটিআই

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments