শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাভারতে পাচারকালে চৌগাছা সীমান্ত থেকে ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ভারতে পাচারকালে চৌগাছা সীমান্ত থেকে ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

বাংলাদেশ প্রতিবেদক: ভারতে পাচারকালে যশোরের চৌগাছায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোর ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে তিন কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে।

সোমবার (৫জুন) সকালে উপজেলার কাবিলপুর সীমান্ত ক্লিনিক মোড় এলাকা থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

চৌগাছা থানা মামলা নথি সূত্রে জানা যায়, সোমবার সকালে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ যশোরের চৌগাছা উপজেলার সীমান্তবর্তী কাবিলপুর এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল চৌগাছা থানাধীন কাবিলপুর গ্রামস্থ ক্লিনিক মোড় সীমান্ত এলাকায় গোপনীয়তার সাথে অবস্থান নেয়। আনুমানিক সকাল ৯টার দিকে টহলদল দু’জন সন্দেহজনক ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে। ওই ব্যক্তিরা টহলদলের কাছে দিয়ে যাওয়ার সময় বিজিবি টহলদল তাদেরকে থামতে বলে। এ সময় তারা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। বিজিবি ধাওয়ায় তাদের একজন সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। অন্যজন কাবিলপুর গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে টহলদল ওই এলাকায় তল্লাশি করে কাবিলপুর গ্রামস্থ মাঠের মধ্যে কর্দমাক্ত অবস্থায় গামছা দিয়ে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করেন। প্যাকেটের ভেতর থেকে অভিনব কায়দায় স্কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ৩.০২৩ কেজি ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেন।

জব্দকৃত স্বর্ণের বর্তমান সিজারমূল্য প্রায় ৩ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। এ রির্পোট লেখা পর্যন্ত বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত জব্দকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধী চলছিল।

এ ব্যাপারে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, বিজিবি সদস্যরা যশোর থেকে রওনা দিয়েছেন। অভিযোগ দিলে মামলা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments