শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গুয়ার হাওরে ব্যাতিক্রম আয়োজনে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস

টাঙ্গুয়ার হাওরে ব্যাতিক্রম আয়োজনে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস

আহম্মদ কবিরঃ প্লাসিকের দূষণ সমাধানে সামিল হই সকলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দেশের দ্বিতীয় রামসার সাইট প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওরে এক ব্যাতিক্রম আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ পালিত হয়।

দিবসটি উপলক্ষে (৫ই,মে)সোমবার সকাল ১১টায়, ইউএসএআইডি ইকোসিস্টেমস প্রতিবেশ এক্টিভিটি টাঙ্গুয়ার হাওর সাইট এর উদ্যোগে,টাঙ্গুয়ার হাওর ওয়াচ-টাওয়ার এলাকা হতে একটি নৌ-শোভাযাত্রা বেড় হয়,নৌ-শোভাযাত্রাটি টাঙ্গুয়ার হাওরের পাটলাই নদীর বিভিন্ন পয়েন্ট ঘুরে জনতা উচ্চ বিদ্যালয়ে এসে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক উন্মুক্ত আলোচনা ও প্লাস্টিক অপসারণ অভিযানে মিলিত হয়।

আলোচনায় মূল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন
ইউএসএআইডি ইকোসিস্টেমস প্রতিবেশ এক্টিভিটির ফিল্ড ডিরেক্টর মাজহারুল ইসলাম জাহাঙ্গীর,ইউএসএআইডি ইকোসিস্টেমস প্রতিবেশ এক্টিভিটির পাবলিকেশ স্পেশালিস্ট আমিত মুল্লিক,রিজোনাল অ্যাক্টিভেটিকস কর্ডিনেটর আশরাফুল ইসলাম,ইউএসএআইডি ইকোসিস্টেমস প্রতিবেশ এক্টিভিটির টাঙ্গুয়ার হাওর সাইটের সমন্বয়কারি ইয়াহিয়া সাজ্জাত,জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল,জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদিউজ্জামান প্রমুখ।এসময় আলোচনা সভার প্রধান আলোচক মাজহারুল ইসলাম ছাত্র-ছাত্রীদের প্লাস্টিকের দূষণ সম্পর্কে আলোচনা করেন,আলোচনা শেষে বিদ্যালয়ের প্রাঙ্গণে ফেলে রাখা অপচনশীল প্লাস্টিকের বর্জ্য অপসারণ করে ছাত্র-ছাত্রীদের প্লাস্টিকের ব্যবহার হতে বিরত থাকতে ও অন্যকেও বিরত রাখতে উৎসাহিত করতে শপথ বাক্যপাঠ করান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments