বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeসারাবাংলাখালেদা জিয়ার মুক্তির দাবিতে তারুণ্যের সমাবেশে কোম্পানীগঞ্জের নেতাকর্মীরা

খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারুণ্যের সমাবেশে কোম্পানীগঞ্জের নেতাকর্মীরা

বাংলাদেশ প্রতিবেদক: গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষে ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্রগ্রামের বিভাগীয় তারুণ্যের সমাবেশে অংশ গ্রহণ করেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমমের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদদীন মওদুদের নির্দেশে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনের নেতৃত্বে তারা এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

এ সময় কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার প্রায় ১ হাজার নেতাকর্মি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি সংবলিত ব্যানার,প্লেকার্ড হাতে নিয়ে সমাবেশে অংশ গ্রহণ করে।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুমুদর রহমান রিপন বলেন, যেখানে আওয়ামী লীগ সেখানেই গণতন্ত্র হত্যা হয়। আর যেখানে বিএনপি সেখানেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়। খালেদা জিয়াকে মুক্ত করলেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়ির যুগ্ম-আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ,সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সাইমুন,কবিরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো.জহির প্রমূখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments