হুমায়ুন কবির: নেত্রকোনার কেন্দুয়ায় উন্নয়নমূলক প্রকল্পের ২টি প্রাইমারি স্কুল ও ২টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন নেত্রকোনা-৩ কেন্দুয়া আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
শুক্রবার (১৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দুয়া উপজেলা প্রকৌশল অধিদপ্তর ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) এর যৌথ বাস্তবায়নে উপজেলায় ২টি কমিউনিটি ক্লিনিক ও ২টি প্রাইমারি স্কুলের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়।
উন্নয়ন মূলক প্রকল্প গুলো হচ্ছে, উপজেলার পাইকুড়া ইউনিয়নে চিটুয়া কমিউনিটি ক্লিনিক,
মোজাফরপুর ইউনিয়নে গগডা কোনাপাড়া কমিউনিটি ক্লিনিক ও মোজাফরপুর ইউনিয়নে মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন এবং বলাইশিমুল ইউনিয়নে লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা প্রকৌশলী মো.মোজাম্মেল হোসেন, উপজেলা হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা মোঃ শাহীনূর খন্দকার সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ