ফেরদৌস সিহানুক শান্ত: জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে জেলা শহরের কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে চাঁপাইনবাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সিটি প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক, মাছরাঙ্গা টেলিভিশন প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, নিউজ ২৪ প্রতিনিধি রফিকুল আলম, যমুনা টেলিভিশন প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল।
সমাবেশে বক্তারা বলেন, গোলাম রাব্বানী নাদিমের হত্যা দেশে স্বাধীন সাংবাদিকতার উপর আরেকটি আঘাত। বক্তারা আরো বলেন, অবিলম্বে নাদিম হত্যার মুলহোতা চেয়ারম্যান মাহবুবুল আলম বাবুসহ হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সুষ্ঠু বিচার ও নিহত সাংবাদিক নাদিম পরিবারের পুনর্বাসনের দাবিতে আগামী সোমবার চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল, সামবেশ ও স্মারকলিপি প্রদানের কর্মসুচি ঘোষণা করা হয় সমাবেশ থেকে।
সুষ্ঠু বিচার ও পরিবারকে পুনরবাসের দাবিতে আগামী সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষনা দেয়া হয় মানববন্ধনে।