জয়নাল আবেদীন: রংপুর নগরীতে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।শুক্রবার সকালে নগরীর চেয়ারম্যানের মোড় ছিট কেল্লাবন্দ এলাকায় এই মৃত্যুর ঘটনা ঘটে।মৃতরা হলেন রংপুর সদর উপজেলার হরিদেবপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে হুমায়ুন আহমেদ ও নগরীর বক্তিয়ারপুর এলাকার শামসুল হকের ছেলে লিটন মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছিট কেল্লাবন্দ এলাকার এনামুল হকের নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যর খবর পেয়ে বেলা সাড়ে বারোটার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা সেফটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করে।এর আগে সকালে নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকের ভিতরে প্রবেশ করেন রাজমিস্ত্রী হুমায়ূন আহমেদ। সেখানে জমে থাকে গ্যাসে অচেতন হয়ে পড়লে তাকে বাঁচাতে ট্যাংকের নেমে পড়েন আরেক শ্রমিক লিটন মিয়া।
সেখানে দুজনেই অক্সিজেন স্বল্পতাসহ জমে থাকা গ্যাসে শ্বাসকষ্টে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে পুলিশ এসে মরদেহগুলো হাজিরহাট থানায় নিয়ে আসে।
বাড়ির মালিক এনামুল হক জানিয়েছেন, সেপটিক ট্যাংক ২৫ দিন আগে নির্মাণ করা হয়েছিল। কিছু কাজ বাকি থাকায় নির্মাণ শ্রমিকরা কাজ করতে নেমে ছিলেন। দুঃখজনক ভাবে দম বন্ধ হয়ে মারা গেছেন তারা।