সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
Homeসারাবাংলাজমে উঠেছে মুন্সীগঞ্জের কোরবানির পশুর হাট

জমে উঠেছে মুন্সীগঞ্জের কোরবানির পশুর হাট

বাংলাদেশ প্রতিবেদক: আর কয়দিন পরেই কোরবানীর ঈদ। তাই পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে মুন্সীগঞ্জে কোরবানির হাট মুন্সীগঞ্জ উপজেলার সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী মুন্সীহাট সহ উপজেলার সবগুলো কোরবানীর পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখরিত হাট প্রাঙ্গন।

সদর উপজেলায় এবার ১টি স্থায়ী মুন্সীহাটের পাশাপাশি বসেছে অনেক অস্থায়ী পশুর হাটও। ইতিমধ্যে এ সব হাটগুলোতে জেলার বিভিন্ন স্থান থেকে খামারী ও ব্যাপারীরা বিক্রির উদ্দেশে তাদের লালন পালন করা পশু নিয়ে আসছে। সেই সঙ্গে আগে ভাগেই পছন্দের পশু কিনতে হাটে ভীড় করছেন ক্রেতারা। এ বছর গো-খাদ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় পশু লালন পালনে খরচ একটু বেশি হলেও পশুর উপযুক্ত মূল্য পেতে দুশ্চিন্তায় ভুগছে খামারীরা।

আজ ২৪ জুন সনিবার ছিলো উপজেলার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট মুন্সীগঞ্জ সদরের মুন্সীহাট সাপ্তাহিক পশুর হাটের দিন। এ দিন এ বাজারে সরেজমিনে ঘুরে দেখা যায়, জমে উঠেছে এই কোরবানির পশুর হাটটি। পছন্দের গরু কিনতে হাটে ভিড় করছেন ক্রেতারা।এ হাটে পর্যাপ্ত পরিমাণ দেশীয় গরু মজুদ রয়েছে। ঈদের আরও ৪ দিন বাকি থাকলেও পশু বিক্রি হচ্ছে ভালোই। ক্রেতা বিক্রেতা দর কষাকষির মধ্যে সময় পার করছে। হাটে উঠেছে ষাড়, দেশি ছাগল। হাটে আসা ক্রেতারা চাহিদা ও পছন্দ অনুযায়ী দরদাম করছেন।

ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে দাম নিয়ে উভয় মুটামুটি খুশি। সরেজমিনে আরো দেখা যায়, এবার কোরবানীর পশুর হাটে সবগুলো দেশীয় জাতের গরু। এদের মধ্যে রয়েছে ছোট-বড় ও মাঝারি সাইজের। সকল বিক্রেতা বলছেন আমার গরুকে কোন ধরনের ঔষধ খাওয়া হয়নি। বিক্রেতারা বলছেন, দাম ঠিক রেখেই বিক্রির চেষ্টা চলছে। তবে ক্রেতা-বিক্রেতা উভয়ই বলছেন, ঈদের দুই থেকে তিন দিন আগেই মূলত ভালভাবে বেচা-কেনা শুরু হবে। এবার কোরবানীর পশুর সরবরাহ বেশি থাকায় দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা গরুকে বিভিন্ন ভাবে সাজিয়ে বাজারে তুললেও দূরের ব্যবসায়ীরা ট্রাক যোগে প্রচুর সংখ্যক গরু বাজারে তুলেছেন।

বাজারে বিভিন্ন আকারের গরু, খাসি উঠেছে। কোরবানির আর মাত্র ৫ দিন বাকি।প্রতিটি হাট বাজারে নিরাপত্তার দায়িত্বে রয়েছে স্থানীয় পুলিশ সদস্যরা। তাই নির্ভয়ে ক্রেতা ও বিক্রেতারা পশু বেচাকেনা চালিয়ে যাচ্ছে উপজেলার গ্রাম থেকে আসা বহু পুরনো গরু বেপারী ও খামারি আব্দুর রহিম বেপারী বলেন, আমার খামারে এবার ১০টি ষাড় গরু রয়েছে। তারমধ্যে আজকে ৪ টি ষাড় গরু বিক্রি করতে বাজারে এসেছি। তবে বাজারে পর্যাপ্ত ক্রেতা রয়েছে, তারা গরু দেখছেন, দাম দর করছেন।

এবার গরুর খাদ্যের দাম বেশী,এজন্য গরুর পেছনে আমাদের খরচ পড়েছে বেশি। তবে ঈদের বেশ কদিন বাকি রয়েছে, ক্রেতারা যাচাই বাছাই করেই কোরবানির জন্য গরু কিনবেন। আমি আজকে যে গরুটি বাজারে আনছি,সেটি ২ লাখ ৫০ হাজার টাকা দাম উঠেছে। ২ লাখ ৭০ হাজার টাকা দাম পেলে বিক্রি করবো। ফরিদপুর এলাকা থেকে গরু বিক্রি করতে আসা রবিউল্লাহ বলেন, আমার খামারে ১৩ টি গরু রয়েছে। সবগুলো গরুই আজকে হাটে নিয়াআইছি আমার এই কালো রঙ্গের এই গরুটির ৩ মণ মাংশ হবে,। এখন পযর্ন্ত এর দাম উঠেছে ২ লাখ ৭০ হাজার টাকা।

আমি ৩ লাখ টাকা দাম পইলে বিক্রি করবো। এখন পর্যন্ত ৩টি গরু বিকি করছি। এতে আমার লাভও হয়েছে ভালো। আশাকরি বাকি গরুগুলোও বিক্রি করতে পারবো। দাম নিয়ে আমি মুটামুটি খুশি। মোল্লাকান্দি গ্রাম থেকে আরেক খামারি মাইন উদ্দিন বলেন, আমি আজকে বাজারে গরু আনছি ৮টা। এখন পর্যন্ত কোনো গরু বিক্রি করতে পারিনি। যে দাম হাঁকাচ্ছে তাতে আমার খইল ভুশিসহ খাদ্য খাওয়াছি তাতে আমরা খরচ হচ্ছেনা। লাভ তো দূরের কথা। হাতে সময় আছে আরো দেখবো তারপর ছাড়বো।

মুন্সীহাটের ব্যবসায়ী মোঃ কাসেম মিয়া বলেন, বাজারে এসেছি কোরবানির জন্য গরু কিনতে। গরুর দাম একটু বেশী বলে মনে হচ্ছে আমার। বাজারে এসে একটি গরু পছন্দ হয়েছে সেটার দাম চেয়েছে ২ লাখ ৮০ হাজার টাকা। সেটি ২ লাখ ২০ হাজার টাকায় কিনেছি। দাম একটু বেশি হলেও গরু পছন্দ হয়েছে তাই দাম নিয়ে কিছু চিন্তা করি না।
আর একজন ক্রেতা কাছে যানতে চাইলে তিনি আমাদের বলেন গরু পছন্দ হয়েছে,তাই ২ লাখ ৬০ হাজার টাকা দিয়ে গরু কিনে ফেলেছি। গরুটি দেখতেও খুব সুন্দর। দামেও ভালো পেয়েছি এই গরু কিনতে পেরে আমার ছেলেরাও খুশি,।এদিকে বাজারে খাসি বা ছাগল উঠেছে প্রচুর। দামেও খুশি ক্রেতাবিক্রতারা। তেমনি একজন খাসি বিক্রেতা আঃ কাদির বলেন,বাজারে ৩৫টি খাসি এনছি, ২০টি বিক্রি করেছি,আরো রয়েছে ১৫টি। বাজার খুব ভালো আছে।

আশা করি বাকীগুলো আমার চাওয়া অনুযায়ী বিক্রি করতে পারবো। চরকেওয়ার গ্রামের একখাসি বেপারীর কাছে খাশির বেচাকেনা নিয়ে যানতে চাইলে তিনি আমাদের বলেন,আমার কাছে পর্যাপ্ত খাসি রয়েছে।আজকের হাটে আমি ৫৫টি‘ খাসি উঠাইছি। ২৬টি বিক্রি করেছি। আমার হাতে যে খাসি দেখছেন এটা ২০ হাজার ৫০০ টাকায় কিনা। ২২ হাজার ৫০০ টাকায় হলে বিক্রি করবো।

ফউপজেলার প্রতিটি হাট বাজারে নিরাপত্তার দায়িত্বে রয়েছে স্থানীয় পুলিশ সদস্যরা। তাই নির্ভয়ে ক্রেতা ও বিক্রেতারা পশু বেচাকেনা করতে পেরসকলে খুশি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments