রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
Homeসারাবাংলাসিলেট ওসমানী হাসপাতালে বন্যার পানি

সিলেট ওসমানী হাসপাতালে বন্যার পানি

বাংলাদেশ প্রতিবেদক: গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট নগরীর অনেক এলাকা। ডুবে গেছে রাস্তা-ঘাট, বাসা-বাড়ি। পানি ঢুকে পড়েছে স্বাস্থ্য বিভাগের মানুষের সবচেয়ে বড় ভরসার স্থল সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। যদিও হাসপাতালে সামান্য পানি ঢুকলেও বেশি ঢুকেছে মেডিক্যাল কলেজ ভবনে। এ ভবনের নিচতলার প্রতিটি কক্ষে হাটুসমান পানি জমেছে এবং সময় যত বাড়ছে পানিও ততই বাড়ছে।

হাসপাতালের বিভিন্ন ভবনে পানি ঢুকলেও স্বাস্থ্যসেবা ব্যাহত হয়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে রোগীদের যাতায়াতে পোহাতে হচ্ছে ভোগান্তি।

রোববার (২ জুলাই) বিকেল ৩টার দিকে ওসমানী হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে পানি ঢুকে গেছে। পানি ঢুকেছে নতুন বিল্ডিংয়েও। তবে কোনো যন্ত্রাংশ পানিতে ডুবেনি। তবে মেডিক্যাল কলেজের নিচতলার সব ক’টি কক্ষ পানিতে তলিয়ে গেছে।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘হাসপাতালের পেছনের নালা উপচে হু হু করে পানি ঢুকছে। মেডিক্যাল কলেজের নিচতলা পুরোটাতেই পানি ঢুকেছে। একেকটি কক্ষে হাটুসমান পানি।’

তিনি আরো বলেন, ‘গত বছর বন্যার সময় পানি ঢুকতে দেখে সিটি করপোরেশন বা সংশ্লিষ্টরা যদি কার্যকর পদক্ষেপ নিতেন তবে এবারো এমন পরিস্থিতি হতো না। বৃষ্টি অব্যাহত থাকলে সকল ভবনে পানি আরো বাড়বে। তখন হয়ত বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক নাও থাকতে পারে।’

এ বিষয়ে বক্তব্য নিতে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments