সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeসারাবাংলাঈদ সালামি দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণের পর হত্যা

ঈদ সালামি দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণের পর হত্যা

বাংলাদেশ প্রতিবেদক: রাজশাহী নগরীতে আট বছরের এক শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

সোমবার সকালে নগরীর ছোটবন গ্রাম এলাকার খোরশেদের মোড়ের এক পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এর আগে ভোর সাড়ে ৪টায় নাটোর জেলা থেকে অপহরণ করার অভিযোগে পলাশকে আটক করে পুলিশ।

শিশুটির নাম আনিকা (৮)। সে নগরীর নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে।

রাজশাহী মহানগর পুলিশের শাহ মখদুম থানার উপপুলিশ কমিশনার নূর আলম বলেন, শনিবার সন্ধ্যার দিকে শিশুটিকে ঈদ সালামি দেয়ার নাম করে অপহরণ করে নগরীর বড় বনগ্রাম এলাকার শাহিনের ছেলে পলাশ।

তিনি বলেন, এ ঘটনায় সেই দিনই শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার তদন্তে নগরীর বড় বনগ্রামের পলাশের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। ভোর ৪টার দিকে নাটোর থেকে তাকে আটক করে পুলিশ।

নূর আলম বলেন, পলাশ জানায় যে মুক্তিপণের টাকা না দেয়ায় শিশু আনিকাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখা হয়েছে।

সোমবার সকালে নগরীর ছোটবনগ্রাম খোরশেদের মোড়ের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনি পদক্ষেপ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments