বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
Homeসারাবাংলাঝিকরগাছায় খালের পানিতে গোসল করতে নেমে দুই সহোদরের মৃত্যু

ঝিকরগাছায় খালের পানিতে গোসল করতে নেমে দুই সহোদরের মৃত্যু

জহিরুল ইসলাম: যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় খালের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। তাদের লাশ খালের পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। রবিবার বিকালে ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের নলডুবী খালের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- নাভারণ বেলের মাঠ গ্রামের মহসিন আলমের ছেলে পরশ হোসেন (১২) ও একই এলাকার সাগর হোসেনের ছেলে সৈকত হোসেন (১৩)। তারা একে অপরের খালাতো ভাই।

নিহত সৈকত হোসেনের পিতা সাগর হোসেন বলেন, দুপুর ১২টার দিকে দুই ভাই গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়। বিকাল ৩টার পরও তারা বাসায় না আসলে চারদিকে খুঁজাখুঁজি করতে থাকি। বিকাল ৪টার সময় জানতে পারি নাভারণ দক্ষিণপাড়া নলডুবী খালের পানিতে তাদের লাশ ভাসছে। সেখানে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করি।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। উভয় পরিবারের সদস্যরা থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাঁতার না জানার কারণে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments