বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
Homeসারাবাংলাভাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই ভাই নিহত

ভাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই ভাই নিহত

বাংলাদেশ প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে মাহফুজুর রহমান (৩০) ও হামিম রহমান (১৬) নামে দুই ভাই নিহত হয়েছেন।

সোমবার (২৪ জুলাই) বেলা ৩টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজা-সংলগ্ন হাসামদিয়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা মেহেরপুর জেলা সদরের নতুন দরবেশপুর এলাকার আদম আলীর ছেলে। এছাড়া এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কুষ্টিয়ার কুমারখালীর কালুয়া গ্রামে শিপন (৩৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি বাস হাসামদিয়ায় পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই মাহফুজুর রহমান নিহত হন এবং হাসপাতালে নেয়ার পথে হামিমের মৃত্যু হয়। আহত শিপনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুয়েল জানান, মাহফুজুর রহমান তার ছোট ভাই হামিমকে মাদরাসায় ভর্তি করানোর জন্য তাকে নিয়ে ভাঙ্গায় এসেছিলেন। পরিবারের লোকজন এলে লাশ হস্তান্তর করা হবে। গাড়িটি আটক করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments