সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩
Homeসারাবাংলাকালিহাতীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ দপ্তরির বিরুদ্ধে, বিচার দাবিতে মানববন্ধন

কালিহাতীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ দপ্তরির বিরুদ্ধে, বিচার দাবিতে মানববন্ধন

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতীতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে অভিযুক্ত দপ্তরির বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। সোমবার( ২৪ জুলাই) দুপুরে পালিমা-খায়েরপাড়া সড়কের লুহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে লুহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী সজিবের বিরুদ্ধে ওই অভিযোগ এনে তার বিচার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী।

এতে এলাকার বিভিন্ন শ্রেণির পেশার জনগন অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য শফি উদ্দিন তালুকদার, এলাকাবাসী শাকিল, সাজিদুল, কামরুন নাহার, আফরোজা, জহিরুল ইসলাম, পাপিয়া আরফিন হক ও সাহিদা বেগম প্রমুখ। স্থানীয়রা জানান, গত বুধবার উপজেলার লুহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী সজিব ওই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে কাঠবাদাম খাওয়ার কথা বলে বিদ্যালয়ের ভবনের ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টাকরে ও শরীরে কামড় দিয়ে জখম করে। দপ্তরী সজীবের ভয়ে ওই শিশু শিক্ষার্থী কয়েক দিন কাউকে না বলে রোববার তার পরিবারের লোকজনকে বিষয়টি জানান।

এবিষয়ে বিদ্যালয়ের সভাপতির কাছে বিচারের দাবিতে শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ দায়ের করেন। ওই বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু বক্কর সিদ্দিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার অভিযোগ পেয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি’র সিদ্ধান্ত মোতাবেক দপ্তরী সজিবকে বরখাস্ত করা হয়েছে।

এ ব্যাপারে কালিহাতী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম জানান, এখন পর্যন্ত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কালিহাতী থানার ওসি তদন্ত মনিরুজ্জামান শেখ জানান, এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments